
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার সাংগঠনিক সম্পাদক, রুকন ও সাবেক ছাত্রনেতা সোহেল রানা দুনিয়ার সফর শেষ করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রবিবার (০৯ মার্চ) ভোররাত ৫টার দিকে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি আটমাসের এক সন্তান, স্ত্রী, মা-বাবা, ভাই-বোন, পরিবার পরিজনসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
মরহুম সোহেল রানার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর ড. আ জ ম ওবায়েদুল্লাহ ও সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।
শোকবাণীতে নেতৃবৃন্দ বলেন, সোহেল রানার ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম। তিনি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গেছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তাঁর অনেক অবদান রয়েছে। আমরা তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।
শোকবাণীতে নেতৃবৃন্দ আরো বলেন, পবিত্র মাহে রমাদানের প্রথম দশকেই আল্লাহর ডাকে সাড়া দিলেন সোহেল রানা। রমাদানের উছিলায় তাঁকে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তাঁর গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।