
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ৫০৬ বছরের পুরনো সুলতানি শাসনামলের অনন্য মুসলিম নিদর্শন গোয়ালদী শাহী মসজিদ সংরক্ষণের দাবিতে মানববন্ধন হয়েছে।
শুক্রবার (০৭ মার্চ) সকালে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’ মসজিদটির সামনে মানববন্ধনের আয়োজন করে।
কমিটির আহ্বায়ক কবি শাহেদ কায়েসের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়াক মিজানুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সদস্যসচিব লেখক ও সাংবাদিক রবিউল হুসাইন, উদীচীর সোনারগাঁ শাখার সভাপতি শংকর প্রকাশ, সোনারগাঁ সাহিত্য নিকেতনের সাংগঠনিক সম্পাদক মোফাখখার সাগর, শিক্ষা ও গবেষণা সম্পাদক মোয়াজ্জেনুল হক, সোনারগাঁও প্রেস ক্লাবের প্রচার সম্পাদক খায়রুল আলম খোকন, কবি ও সাংবাদিক এরশাদ হুসাইন অন্য ও সোনারগাঁ সাহিত্য নিকেতনের নির্বাহী সদস্য রোকেয়া আক্তার বেবী ও শিক্ষিকা শামীমা নাসরিন।
এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁ সাহিত্য নিকেতনের অর্থ সম্পাদক সেলিম আহমেদ প্রধান, সংগঠক খাদিজা আক্তার, ইস্কান্দার আলী আলভী ও মোমেন মিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সোনারগাঁয়ে স্বাধীন সুলতানদের শাসনামলে ১৫১৯ খ্রিস্টাব্দে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে গোয়ালদী শাহী মসজিদটি নির্মাণ করা হয়। এ মসজিদটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন থাকলেও মসজিদটির বিভিন্ন অংশ বর্তমানে ঝুঁকির মুখে রয়েছে। বিশেষ করে মসজিদের দক্ষিণ-পশ্চিম কোণের স্তম্ভটি হেলে পড়েছে। যে কোনো সময় ধসে পড়তে পারে।
এ ছাড়া চার কোণার চারটি স্তম্ভের ওপরের মাথার গোলাকার গম্বুজ ইতিমধ্যে ধসে গেছে। এ ঐতিহাসিক মসজিদটি দ্রুত সংস্কার করে যথাযথ সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের জন্য দাবি জানানো হয়ে মানববন্ধনে।