
বান্দরবানের লামায় বালুমহাল আইন অমান্য করে বালু উত্তোলনের দায়ে ৫ বালু ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে লামা উপজেলার ফাঁসিয়াখালি ইউনিয়নের পেতাইন্না ছড়া এলাকায় সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমান আদালতে এ কারাদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের সংশ্লিষ্ট ধারায় মো: জমির (৪০) ও মো: আব্দুস সালামকে (৫৫) ৬ মাসের এবং মো: সাদ্দাম হোসেন (২৫), নুরুল আমিন (২৭) ও মো: মিজানুর রহমানকে (৩৫) ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়। এসময় বালু উত্তোলনে ব্যবহৃত স্যালোমেশিন ও পাইপ বিনষ্ট করা হয়েছে।
স্থানীয়রা জানান, তারা দীর্ঘদীন ধরে অবৈধভাবে পেতাইন্না ছড়ার বিভিন্ন পয়েন্টে বালু উত্তোলন করে আসছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে দুই জনকে ৬ মাস ও তিন জনকে ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। উপজেলার কোথাও অবৈধ উপায়ে মাটি বা বালু উত্তোলন করে কেউ বিক্রি করতে পারবেন না। এ ব্যাপারে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।