লোহাগাড়ায় চাচাকে খুনের ঘটনায় ভাতিজা গ্রেফতার

চট্টগ্রামের লোহাগাড়ায় জমি সংক্রান্ত বিরোধে ভাতিজার লাঠির আঘাতে চাচাকে খুনের ঘটনার প্রধান আসামী মুজিবুর রহমানকে (৪০) গ্রেফতার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে লোহাগাড়া উপজেলার পুটিবিলা গৌড়স্থান লামা সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মুজিব উপজেলার পদুয়া আলী সিকদার পাড়া গ্রামের মৃত মুহাম্মদ আলীর ছেলে।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, লাঠির আঘাতে বৃদ্ধ কৃষকের মৃত্যুর ঘটনার পরপরই পুলিশ সাদা পোশাকে মাঠে নামে। বিভিন্ন স্থানে তল্লাশি চৌকি বসিয়ে ডিসি সড়কে পুটিবিলা সীমান্ত এলাকায় সিএনজি গাড়ি থামিয়ে তল্লাশি করলে মুজিবকে পাওয়া যায়। তাকে গ্রেফতার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়।

উল্লেখ্য, মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার পদুয়া ৬নং ওয়ার্ড আলী সিকদার পাড়া গ্রামে জমি নিয়ে বিরোধে চেয়ারম্যানের সামনে খুন হয় বৃদ্ধ কৃষক মাহমুদুল হক। এ ঘটনায় নিহতের ছেলে মিজানুর রহমান বাদী হয়ে থানায় ৪ জনকে এজেহারনামীয় করে মামলা দায়ের করেন।

0Shares