
ফেনীর জেলার দাগনভূঞা প্রেসক্লাব নির্বাচনে এমাম হোসেন এমাম (আজকের পত্রিকা) সভাপতি ও কাজী ইফতেখারুল আলম (আমাদের সময়) সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রবিবার (২২ ফেব্রুয়ারী) বিকালে প্রেসক্লাবের বার্ষিক সাধারন সভা শেষে নির্বাচন পর্বে কোন পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় সব পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন।
নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করেন দাগনভূঞা একাডেমীর প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান।কমিশনের সদস্য ও ফেনী জেলা ও দায়রা জজ আদালতের এডিশনাল পিপি এডভোকেট মিজানুর রহমান সেলিম, কমিশনের সদস্য ও দাগনভূঞা থানার উপ-পরিদর্শক রোকন উদ্দিন।
কমিটির অপরাপর সদস্যরা হলেন- সহ-সভাপতি এম এম রহমান সোহেল (আমার ফেনী) ও শহীদুল ইসলাম তোতা (ফেনীর স্বাস্থ্যকথা), যুগ্ম সাধারন সম্পাদক নাজমুল হক (ফেনীর শক্তি) ও মোহাম্মদহোসেন (ফেনীর ডাক), কোষাধ্যক্ষ এ.টি.এম. আজহারুল হক (ফেনীর সময়), দপ্তর সম্পাদক মোকাররম হোসেন পিয়াস (নয়া পয়গাম), ক্রীড়া ও সাহিত্য সম্পাদক ইমাম হোসেন খান (সংবাদ সারাবেলা), প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর হোসেন (জাতীয় নিশান), তথ্য-প্রযুক্তি সম্পাদক নিমাই চন্দ্র মজুমদার (খোলা কাগজ), আপ্যায়ন সম্পাদক জাকির হোসেন (ডেইলি সান), প্রশিক্ষণ সম্পাদক এটিএম আতিকুল ইসলাম (বাংলাদেশ সমাচার)।
কার্যনির্বাহী সদস্য- ইয়াসিন সুমন(ইনকিলাব), সিরাজ উদ্দিন দুলাল (ভোরের কাগজ), নুরুল আলম খান (মানবজমিন), আবু তাহের আজাদ (যুগান্তর), মোঃ ইয়াছিন করিম রনি (নিউ নেশন), ইউসুফ হারুনী (সবুজ বাংলা)।