
চট্টগ্রামের হাটহাজারীতে বাসের ধাক্কায় ব্যাংক কর্মকর্তাসহ দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
নিহত কামরুল ইবনে হাসান (৩৮) ডাচ বাংলা ব্যাংকের নগরীর ইপিজেড শাখার কর্মকর্তা। তিনি ফটিকছড়ি উপজেলার হাসান মাস্টারের ছেলে। আর ইমাম হোসেন (৩০) পাইন্দং ইউনিয়ন এলাকার সিরাজুল হকের ছেলে। তিনি ব্যবসায়ী ছিলেন। তবে আহত দুজনের পরিচয় জানা যায়নি।
বুধবার (১৯ ফেব্রুয়ারী) সকাল ৯টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে হাটহাজারী পৌরসভা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও রাউজান হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ফটিকছড়িগামী বাস হাটহাজারীমুখী সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার ৪ যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কামরুলকে মৃত ঘোষণা করেন। সেখান থেকে আহত দু’জনকে চমেক হাসপাতালে পাঠানোর সময় পথে মারা যান ইমাম হোসেন।
রাউজান হাইওয়ে পুলিশের এসআই সফিক বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। কামরুল ও ইমাম নিহত হয়েছেন। বাসচালক পালিয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।