সাতকানিয়ায় হামলা-ভাংচুর : দোকানদারকে পিঠিয়ে জখম

চট্টগ্রামের সাতকানিয়ায় জায়গা সংক্রান্ত্র বিরোধের জেরে ভাড়াটিয়ার দোকান ভাংচুর ও দোকানের মালিককে পিঠিয়ে জখম করা হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১০ টায় উপজেলার পশ্চিম নলুয়া তালতল বাজার এলাকায় ঘটনাটি ঘটে।

জানা যায়, সাতকানিয়া উপজেলার পশ্চিম নলুয়ার আদর্শপাড়ার মনির আহমদের সাথে ওই এলাকার মৃত আবদুল কাদেরের ছেলে মহিউদ্দিন, হেলাল ও মাইনুদ্দিন এবং মোজাফফরের ছেলে রায়হানের সাথে জায়গা সংক্রান্ত বিরোধ চলছিল। বিরোধের জেরে গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে মনির আহমদের ভাড়াটিয়া আবদুর রহমানের স্যানিটারি দোকানে হামলা করে ভাংচুর চালায় মহিউদ্দিন, হেলাল, মাইনুদ্দিন ও রায়হান। ভাংচুরে বাধা দিতে গেলে আবদুর রহমানকে এলোপাতাড়ি মারধর করে সারা শরীরে জখম করে। এসময় আশেপাশের লোকজন এগিয়ে এলে তারা নানা হুমকি দিয়ে চলে যায়। পরে উপস্থিত লোকজন রহমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

ভুক্তভোগি আবদুর রহমান জানান, হামলা-ভাংচুর ঘটনায় তার দেড় লক্ষ টাকার সম্পদ ক্ষতি হয়েছে। বারবার হুমকি ফলে নিরাপত্তাহীনতায় ভুগছেন। এব্যাপারে প্রশাসনের যথাযত পদক্ষেপ কামনা করেন তিনি।

জায়গার মালিক মনির আহমদ বলেন, জায়গা সংক্রান্ত বিরোধ আমার সাথে, ভাড়াটিয়ার দোকানে হামলা-ভাংচুর কেন করবে? তাছাড়া, ওই জায়গাতে তাদের কোন অংশ নেই। আমি এর সুষ্ঠু বিচার চাই।

ঘটনার তদন্ত কর্মকর্তা সাতকানিয়া থানার এসআই রায়হান বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়েছি। ভুক্তভোগিকে মামলা দায়েরের পরামর্শ দিয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0Shares