বোয়ালখালীতে দাড়ি কামালসহ গ্রেফতার ২

চট্টগ্রামের বোয়ালখালীতে কামাল উদ্দিন প্রকাশ দাড়ি কামাল (৫৬) ও ককটেল শফির ছেলে মো. টিপুকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, দাড়ি কামাল উপজেলার পশ্চিম শাকপুরার মৃত ছালে আহমদের ছেলে। তার বিরুদ্ধে ২টি ডাকাতি মামলা, একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা এবং ৭টি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রয়েছে।

এছাড়া পশ্চিম চরণদ্বীপের বাসিন্দা মো.শফি প্রকাশ ককটেল শফির ছেলে টিপু একটি ডাকাতি মামলার আসামী।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, ডাকাতিসহ একাধিক মামলার দুই আসামী দাড়ি কামাল ও টিপুকে গ্রেফতার করা হয়েছে। তারা দীর্ঘদিন পলাতক ছিল। মঙ্গলবার আদালতে আসামিদের পাঠানো হয়েছে।

0Shares