ঝিনাইগাতীতে “স্বপ্নসারথি” সেশন অনুষ্ঠিত

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় রাংটিয়া “স্বপ্নসারথি” ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কমর্সূচির আয়োজনে আয়-ব্যয় সম্পর্ক জানি, নিজের জীবন গড়ি পর্ব-২ অনুষ্ঠিত হয়।

সোমবার (১০ ফেব্রুয়ারী) কমর্সূচি অনুষ্ঠিত হয়।

স্বাবলম্বী হওয়ার সম্ভাবনা খুজেঁ দেখি, দক্ষতা অজর্নের উপায়গুলো জানি ও স্বাবলম্বী হই এই বিষয়গুলো সামনে রেখে স্বপ্নসারথি দলের আজকের সেশনে কিশোরীরা কেমনে নিজের স্বপ্ন পূরণে নিজেই ভুমিকা রাখতে পারে সে বিষয়ে দক্ষতা অর্জন করেছে।

সেশনটি পরিচালনা করেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কমর্সূচির ঝিনাইগাতী উপজেলার অফিসার সেলপ হোসনেয়ারা পারভীন।

সেশনটিতে উপস্থিত থেকে স্বপ্নসারথিদের উৎসাহ প্রদান করেন উপজেলা সমাজসেবা অফিসার সনেজা হোসাইন সানী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: আশরাফুল আলম, ব্র্যাক জেলা সমন্বয়ক ফারহানা মিল্কী, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জেলা ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার নন্দী, ডেপুটি ম্যানেজার (টেকনিক্যাল) সেলিম রেজা প্রমুখ।

সেশনটিতে অংশ নেয়া কিশোরীরা জানান, তারা এই সেশন করে নিজেদের বাল্যবিয়ে প্রতিরোধে সক্ষম হয়েছে। এখন তারা তাদের সহপাঠীদের বাল্যবিয়ে প্রতিরোধে সহযোগিতা করছে।

0Shares