ধনবাড়ী উপজেলা বিএনপি’র জনসভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা বিএনপির উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে ভাইঘাট উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আহমেদ আযম খাঁন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন।

উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক ভিপি এবং সিনিয়র সহ-সভাপতি রতন হায়দার এর সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট সামসুজ্জামান সুরুজ, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফরহাদ ইকবাল, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন, ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি এসএমএ ছোবাহান, মধুপুর পৌর বিএনপির সভাপতি মোঃ খুররম খাঁন ইউসুফ জাঁই প্রিন্স, ধনবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম স্বপন, মধুপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল মোতালিব, ধোপাখালী ইউপি’র সাবেক চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সদস্য কামাল হোসেন তালুকদার মিন্টু, মরহুম সরকার সহিদ এর সহধর্মিণী এবং মধুপুর পৌর বিএনপির সহ-সভাপতি আনোয়ার খন্দকার লিলি সরকার প্রমুখ।

0Shares