বাঁশখালীতে ৪৭ রাউন্ড গুলিসহ যুবক গ্রেফতার

চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তলের ৪৭ রাউন্ড গুলিসহ আব্দুস সাত্তার (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ১১টার দিকে ওই উপজেলার শীলকূপ ইউনিয়নের শীলকূপ টাইম বাজার কবির স্টোরের সামনে গন্ডামারাগামী পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আব্দুস সাত্তার ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মনকিরচর কালু চেরাং পাড়ার মৃত বজল আহমেদের ছেলে।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাসেল বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তলের ৪৭ রাউন্ড গুলিসহ আসামি আব্দুস সাত্তারকে গ্রেফতার করা হয়েছে। সে এলাকায় অস্ত্র ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন।

0Shares