
দেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সুসংগঠিত করার লক্ষে ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) বিকাল ৩ টায় জাতীয়তাবাদী কৃষকদল চরতি ইউনিয়ন শাখা স্থানীয় মাস্টার হাট মাঠে এ সমাবেশের আয়োজন করে।
ইউনিয়ন কৃষক দলের আহবায়ক আবদুল মজিদ কন্ট্রাক্টর এর সভাপতিত্ব ও উপজেলা কৃষকদলের যুগ্ম-আহবায়ক আমীর সেলিমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন ।
প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের আহবায়ক মহসিন চৌধুরী রানা।
বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সদস্য সচিব মীর জাকের হোসেন, উপজেলা বিএনপি সাবেক সহ-সভাপতি হাজী সেলিমুল ইসলাম, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও বে-সরকারী কারা-পরিদর্শক মোজাম্মেল হক, উপজেলা যুবদলের আহবায়ক মোহাম্মদ ইলিয়াছ, উপজেলা কৃষকদলের আহবায়ক হাফেজ আহমেদ, ইউনিয়ন বিএনপির সভাপতি মন্জুর আহমেদ প্রমূখ।