চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে গ্রেফতার ৭

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকার একটি আবাসিক হোটেল থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকাল সোয়া ৩টায় বহদ্দারহাটের হোটেল আল-রাজ এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, নাজিম উদ্দিন (৩২), কবির খান (২৩), আব্দুল মান্নান (৪৭), সুজন বয়াতি (২৫), গুলজার বেগম (২০), জান্নাত বেগম (২৫) ও বিবি আয়েশা (২০)।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, হোটেল আল-রাজ থেকে সামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৭ নারী-পুরুষকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশ ৭৬ ধারায় চান্দগাঁও থানায় নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে।

0Shares