৫৩ বছর পর আন্দোলনের মাধ্যমে স্বাধীনতার পূর্ণতা পেয়েছি

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, বাংলাদেশ এখন আগের মতো নাই। ১৯৭১ সালের স্বাধীনতা নয় মাস সশস্ত্র যুদ্ধের মাধ্যমে ১৬ ডিসেম্বর বিজয় লাভ করেছে। আর ৫৩ বছর পর লড়াই–সংগ্রাম ও আন্দোলনের মাধ্যমে ২০২৪ সালের ৫ আগস্ট স্বাধীনতার পূর্ণতা পেয়েছি। এখন আমরা বস্তাপচা সস্তা রাজনীতিতে নাই। এখান থেকে আমাদেরকে বের হতে হবে দেশকে বাঁচাতে হবে। এখন আমাদের কাজ করা দরকার যেভাবে বৈষম্যবিরোধী ছাত্ররা আন্দোলন করে আমাদেরকে পথ দেখিয়েছে। সেইভাবে বাংলাদেশকে গঠন করার জন্য আমাদের মানসিক একটি পরিবর্তন আনতে হবে।

বুধবার (২২ জানুয়ারী) সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের আলমগীর পাড়া এলাকায় জামায়াতে ইসলামী সাতকানিয়া উপজেলা ও পৌরসভার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দিনের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি তারেক হোসাইন, বায়তুলমাল সম্পাদক রফিক উদ্দীন, পৌর জামায়াতের আমীর অধ্যক্ষ হামিদ উদ্দীন, সমাজ সেবা সম্পাদক রফিকুল ইসলাম, সাবেক পৌর আমীর এম ওয়াজেদ আলী, ছদাহা ইউনিয়ন আমীর মাওলানা ফৌজল কবির, ঢেমশা ইউনিয়ন আমীর নেজাম উদ্দীন, নলুয়া ইউনিয়ন আমীর কামাল উদ্দীন, চরতি ইউনিয়ন আমীর আবুল হাশেম, ঢেমশা ইউনিয়ন সেক্রেটারি অধ্যক্ষ এইচ এম জাবেদ, ছদাহা ইউনিয়ন সেক্রেটারি আনোয়ার হোছাইন জিহাদী প্রমুখ।

0Shares