
নোয়াখালীর চাটখিলে ছাবিদিয়া মহিলা দাখিল মাদরাসায় ছবক ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।
সোমবার (২০ জানুয়ারী) সকালে মাদরাসা মাঠ প্রাঙ্গনে ছবক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাদরাসার সুপার মাওলানা ইউসুফের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মাওলানা ফয়েজ আহমদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘাটলাবাগ মহিলা দাখিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ওমর ফারুক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৮নং নোয়াখলা ইউনিয়নের চেয়ারম্যান হাজ্বী মানিক, সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল সোহাগ, গর্ভনিং বডির সদস্য মনিরুজ্জামান সোহাগ, ১নং ওয়ার্ড ইউপির সদস্য ওমর ফারুক, অত্র মাদরাসার সিনিয়র শিক্ষক মো: মাসুম, মাওলানা নুরুল ইসলাম, সিনিয়র শিক্ষিকা সামিয়া সুলতানা, গার্ডিয়ান কমিটির সদস্য মো: আবু তাহের, মো: হাছান, মো: আবদুর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাদরাসা হলো এলেমের একটি প্রাণকেন্দ্র। দ্বীন শিক্ষার জন্য মাদরাসার বিকল্প কিছুই নেই। সন্তানদের সঠিক ভাবে প্রতিষ্ঠিত করতে দ্বীনি শিক্ষার জন্য মাদরাসায় ভর্তি করা প্রয়োজন।