মীরসরাইয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহীর মৃত‌্যু

চট্টগ্রামের মীরসরাইয়ে গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সুফিয়া রাস্তার মাথা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মায়ানী ইউনিয়নের দমদমা বড়ুয়া পাড়ার রুবেল বড়ুয়া (৪০), সানি বড়ুয়া (৪০) ও নিপু বড়ুয়া (৩৮)।

নিহত রুবেল বড়ুয়ার বড় ভাই বিপ্লব বড়ুয়া বলেন, ৩ বন্ধু রুবেল, সানি ও নিপু রাতে বিয়ে বাড়িতে নিমন্ত্রণ খেয়ে ফেরার সময় সুফিয়া রাস্তার মাথা এলাকায় চট্টগ্রামমুখী লেনে তাদের মোটরসাইকেল দুর্ঘটনায় পড়ে। তাদের মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, অজ্ঞাত বাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহীর ঘটনাস্থলে মৃত্যু হয়। মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মোটরসাইকেলটি হেফাজতে রাখা হয়েছে।

0Shares