
চট্টগ্রামে স্কুলের গেট বন্ধ করে শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে এক প্রধান শিক্ষক দেদুল বড়ুয়াকে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা। প্রায় দুই ঘণ্টা তাকে আটকে রেখে শেষ পর্যন্ত তুলে দেওয়া হয় পুলিশের হাতে।
বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ২টায় চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার মোহরা পাইলট একাডেমি স্কুলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দেদুল বড়ুয়া চান্দগাঁও থানার মোহরা এলাকার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
স্থানীয়রা জানান, দুপুর দুইটায় দেদুল বড়ুয়া স্কুলের প্রধান ফটক বন্ধ করে ওই নারী শিক্ষককে ধর্ষণ করেন। এসময় ওই শিক্ষিকাকে উদ্ধার করে বাসায় পাঠিয়ে দেওয়া হয়। অভিযুক্ত শিক্ষক দেদুল বড়ুয়াকে পুলিশে দেওয়া হয়। ওই নারী শিক্ষক একই স্কুলে শিক্ষকতা করেন।
চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. তানভির আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এলাকাবাসী ধর্ষণের অভিযোগে ওই শিক্ষককে দুই ঘণ্টা আটকে রাখে। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই শিক্ষক দেদুল বড়ুয়াকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। আমরা ভুক্তভোগী নারী শিক্ষককে খবর দিয়েছি। তিনি আসলে বিস্তারিত জেনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, ধর্ষণের অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন প্রধান শিক্ষক দেদুল বড়ুয়া।