
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, মহানগর আমির ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেছেন, ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনের কর্মীদের আরো ত্যাগ-কুরবানি করতে হবে। ইসলামী আন্দোলনের শপথের কর্মীরাই আল্লাহর পথে জান ও মালের কুরবানি দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করে যাচ্ছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় মহানগর জামায়াতের কার্যালয় মিলনায়তনে ইসলামী ছাত্রশিবিরের সদ্যবিদায়ী সদস্যদের নিয়ে প্রীতি সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দ্বীনের পরিপূর্ণ দায়িত্ব পালনের জন্য নিজের জীবন-মরণ এবং নামাজ ও সকল কর্মকাণ্ড একমাত্র আল্লাহর জন্য হতে হবে। একমাত্র আল্লাহকে ইলাহ এবং মুহাম্মদ (সা.) একমাত্র নেতা হিসেবে গ্রহণ করতে হবে। দ্বীনের জন্য পরিপূর্ণ আনুগত্য ও সাংগঠনিক শৃঙ্খলা মেনে চলতে হবে।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর নায়েবে আমির ড. আজম ওবায়েদুল্লাহ ও পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, মহানগরী এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মোহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা ফখরুল ইসলাম, শহিদুল ইসলাম, ছাত্রশিবিরের মহানগর উত্তর সভাপতি তানজির হোসেন জুয়েল, দক্ষিণের সভাপতি ইব্রাহীম রনি, চবি সভাপতি মুহাম্মদ ইব্রাহীম, মহানগর দক্ষিণের সাবেক সেক্রেটারি মুহাম্মদ ইকবাল প্রমুখ।
সদ্যবিদায়ী সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন আবরার হাসান রিয়াদ, জাহেদুল ইসলাম, আব্দুল কাইয়ুম, ইরফানুজ্জামান, জাহেদুল ইসলাম, মোহাম্মদ শাহরিয়ার, নুরুল আমিন, ইয়াসিন আরফাত ও মুহাম্মদ আইয়ুব।