
কক্সবাজারে গুলি করে খুলনার সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপু হত্যাকাণ্ডে জড়িত তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটিও উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বাড়ি খুলনায় বলে তথ্য দিলেও তাদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেনি পুলিশ।
জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে কক্সবাজারে হোটেল অবস্থানকারী নিহত টিপুর সঙ্গীয় নারীও রয়েছেন।
কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন চৌধুরী বলেন, গ্রেফতারকৃত তিনজনের মধ্যে একজন নারী রয়েছেন। তাদের তিনজনকে এক সঙ্গে মৌলভীবাজার থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের কক্সবাজার আনা হচ্ছে। বুধবার (১৫ জানুয়ারি) বিস্তারিত সংবাদ সম্মেলন করে জানানো হবে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) রাতে কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন হোটেল সি-গালের সামনের ফুটপাতে দুর্বৃত্তের গুলিতে নিহত হন গোলাম রব্বানী টিপু। পরদিন শুক্রবার (১০ জানুয়ারি) নিহতের ভগ্নিপতি ইউনুছ আলী শেখ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।