
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ৯০ দিনের মধ্যে ধর্ষণের মামলার বিচার সম্পন্ন করতে হবে। ১৫ দিনের মধ্যে তদন্ত কাজ সম্পন্ন করতে হবে।
রবিবার (০৯ মার্চ) আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আইন উপদেষ্টা মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘দোষীদের গ্রেফতার করা হয়েছে। এই মামলায় তদন্ত ও বিচারে যাতে বিন্দুমাত্র কালক্ষেপণ না হয়, সে ব্যাপারে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় সর্বোচ্চ সজাগ থাকবে।
তিনি বলেন, ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা রোধকল্পে আমরা কিছু ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করেছি। শিগগির আইনগত পরিবর্তন আনা হবে।
তিনি বলেন, ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা সংক্রান্ত তদন্ত সম্পন্ন করার সময় কমিয়ে ৩০ থেকে ১৫ দিন করা হচ্ছে। বিচার সম্পন্ন করতে হবে ৯০ দিনের মধ্যে। এ ক্ষেত্রে যদি কারো কোনো গাফেলতি থাকে, তাহলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে, ৯০ দিনের মধ্যে বিচার কার্য শেষ না হলেও সেই অজুহাতে আসামির জামিন দেওয়া যাবে না।