
সীমান্ত অপরাধ দমন ও নিরাপত্তা জোরদারে লালমনিরহাটের হাতীবান্ধায় বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি’র নতুন ক্যাম্প (বিওপি) চালু করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে তিস্তা ব্যাটালিয়ন–৬১ বিজিবি’র আওতাধীন বড়খাতা ইউনিয়নের পূর্ব সারডুবী সীমান্ত এলাকায় নতুন এই বিওপির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উত্তর-পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের বলেন, সীমান্তে নজরদারি বৃদ্ধি, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে পূর্ব সারডুবী বিওপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন ক্যাম্প চালুর ফলে বিজিবির কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল হবে।
তিনি বলেন, সীমান্ত পরিস্থিতি নিয়ে অনেক সময় বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানো হয়। এ ধরনের মিস-ইনফরমেশন পেলে স্থানীয় জনগণ ও সংবাদকর্মীদের দ্রুত বিজিবিকে জানাতে হবে। এতে সঠিক তথ্য যাচাই করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
তিনি আরও বলেন, বড়খাতা ও সিঙ্গীমারী বিওপির মধ্যবর্তী দূরত্ব বেশি হওয়ায় সীমান্ত এলাকায় নজরদারিতে ঘাটতি ছিল। নতুন এই বিওপি স্থাপনের মাধ্যমে সেই শূন্যতা অনেকটাই পূরণ হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ৬১ বিজিবির তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম, কর্নেল এস এম শফিকুর রহমান ও লে. কর্নেল সৈয়দ ফজলে মুনিমসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে গার্ড অব অনারের মাধ্যমে সম্মাননা জানানো হয়। পরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। শেষে ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের ফলজ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং নতুন বিওপি পরিদর্শন করেন।




