
বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনার সুজানগর উপজেলা শাখার উদ্যোগে এক আড়ম্বরপূর্ণ ওলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সুজানগর উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন পাবনা জেলা ওলামা মাশায়েখ পরিষদের সদস্য মাওলানা মোজাম্মেল হক।
অনুষ্ঠান পরিচালনা করেন সুজানগর উপজেলা ওলামা মাশায়েখ পরিষদ সভাপতি মাওলানা রফিকুল ইসলাম।
সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি এবং পাবনা পৌরসভার মেয়র পদপ্রার্থী অধ্যাপক মাওলানা আব্দুল গাফফার খান।
তিনি তাঁর বক্তব্যে বলেন, “এই জাতিকে মূল্যবোধ, নৈতিকতা ও ইসলামী আদর্শের পথে পরিচালিত করতে ওলামা-মাশায়েখদের ভূমিকা অপরিসীম। ওলামা-মাশায়েখরা যদি সমাজে ঐক্যবদ্ধভাবে কাজ করেন, তাহলে ইসলাম বিরোধী যে কোনো অপপ্রচার প্রতিহত করা সম্ভব হবে। সুজানগরের মাটিতে ইসলামী আন্দোলনকে আরও বেগবান করতে আলেম সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী ও উপজেলা আমীর অধ্যাপক কে. এম. হেসাব উদ্দিন।
তিনি বলেন, “ইসলামী সমাজ প্রতিষ্ঠায় আলেম সমাজের ঐক্য ও অবদান অনস্বীকার্য। সুজানগর উপজেলায় ওলামা-মাশায়েখদের এই সম্মেলন ইসলামী আন্দোলনের জন্য একটি মাইলফলক হিসেবে কাজ করবে।”
আরও বক্তব্য রাখেন পাবনা জেলা ওলামা মাশায়েখ পরিষদ সেক্রেটারি মাওলানা ছফিউল্লাহ, সুজানগর উপজেলা ওলামা মাশায়েখ পরিষদের সেক্রেটারি মাওলানা জাকারিয়া আহমদ, মাওলানা ফজলুর রহমান, মাওলানা ওমর ফারুকসহ বিভিন্ন ইউনিয়নের ওলামা মাশায়েখ পরিষদের নেতৃবৃন্দ।
সম্মেলনে বক্তাগণ উপস্থিত নেতৃবৃন্দ আলেম সমাজকে একত্রিত হয়ে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান এবং আগামী দিনে ইসলামপন্থীদের বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।