সাতকানিয়া বালু বোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় বালু বোঝাই ডাম্পার ট্রাকের ধাক্কায় মো. সম্রাট (২২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) বিকেল ৩ টার দিকে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের বিওসির মোড় এলাকায় বিদ্যুৎ সরবরাহ অফিসের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সম্রাট সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের মরফলা বাজার এলাকার আবু তাহেরের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে মোটরসাইকেলযোগে দোহাজারী পৌরসভা সদরের দিকে যাচ্ছিলেন সম্রাট। এ সময় বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই দ্রুতগামীর একটি ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি মহাসড়কের পাশে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহাজারী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়।

দোহাজারী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. টিপু মজুমদার জানান, হাসপাতালে আনার আগেই সম্রাটের মৃত্যু হয়েছে। তার মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলম সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, দূর্ঘটনা কবলিত বালু বোঝাই ডাম্পার ট্রাক ও মোটরসাইকেলটি থানায় আনা হয়েছে। এবিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

0Shares