সাতকানিয়ায় শ্রমিক কল্যাণের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা

চট্টগ্রামের সাতকানিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবসের আলোচনা সভা করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতকানিয়া উপজেলা শাখা।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় একটি মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাতকানিয়া উপজেলা সভাপতি ডাঃ মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে ও সেক্রেটারী অধ্যাপক জসিম উদ্দিনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মোহাম্মদ তাসলিম।

বক্তব্য রাখেন- জেলা সেক্রেটারি মোক্তার হোসাইন, জেলা সহ-সেক্রেটারি এডভোকেট আরিফুল ইসলাম আবিদ,  জেলা সাংগঠনিক সম্পাদন মাষ্টার এনামুল হক, জেলা অফিস সম্পাদক আ ন ম শোয়াব, সাতকানিয়া উপজেলা উপদেষ্টা তারেক হোসাইন, উপজেলা সহ-সভাপতি দিদারুল ইসলাম, খানে আলম, মাওলানা মুহাম্মদ  ইলিয়াছ, রেজাউল করিম, মিজানুর সিকদার, মাওলানা মোরশেদুল আলম, মন্জরুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তাগণ বলেন- বাংলার দামাল ছেলেদের রক্তের বিনিময়ে অর্জিত ভাষা আন্দোলন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মযার্দা লাভ করেছে। এটা ভাষা শহীদের প্রতি আন্তর্জাতিক স্বীকৃতি। বাংলা ভাষার যথাযোগ্য মযাদায় প্রতিষ্ঠা করার জন্য দেশের সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে হবে।

0Shares