সাতকানিয়ায় শাহেদ সিদ্দিকী’র জানাযা সম্পন্ন : জামায়াতের শোক

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া নিবাসী ইসলামী আন্দোলনের নিবেদিতপ্রাণ শাহেদ সিদ্দিকী’র ৩য় নামাজে জানাযা মরহুমের নিজ গ্রামে অনুষ্ঠিত হয়েছে। নামাজে জানাযায় ইমামতি করেন সাবেক এমপি আলহাজ্ব শাহাজাহান চৌধুরী।

মঙ্গলবার (০২ ডিসেম্বর) বাদে যোহর নামাজে জানাযা পূর্ব সমাবেশে সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মুহাম্মদ তারেক হোছাঈনের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী, বান্দরবান জেলা আমীর মাওলানা আব্দুস সালাম আজাদ, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি এডভোকেট মুহাম্মদ আবু নাছের, উপজেলা আমীর মাওলানা কামাল উদ্দিন, সাবেক আমীর ডা নুরুল হক, কোতোয়ালি থানা সেক্রেটারি মোস্তাক আহমেদ, মানব সম্পদ সম্পাদক মুহাম্মদ রফিকুল ইসলাম, এওচিয়া ইউনিয়নের সভাপতি মুহাম্মদ আবু বক্কর ও মরহুমের বড় ভাই ইন্জিনিয়ার আবদুল কাদের সিদ্দিকি প্রমুখ।

উল্লেখ্য, শাহেদ সিদ্দিকী সোমবার (০১ ডিসেম্বর) দিবাগত রাত ৩ টায় চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকালে করেছেন ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন ধরে নানা ব‌্যাধিতে ভুগছিলেন।

মরহুম শাহেদ সিদ্দিকী’র ১ম নামাযে জানাযা মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ ইসলামী একাডেমি (বিআইএ) মাঠে অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম। পরে ২য় নামাজে জানাযা সকাল সাড়ে ৯টায় কর্ণফুলীর মজ্জেরটেকে অনুষ্ঠিত হয়।

এদিকে ইসলামী আন্দোলনের নিবেদিতপ্রাণ শাহেদ সিদ্দিকী’র ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে এক শোকবার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতকানিয়া উপজেলা শাখা।

উপজেলা আমীর মাওলানা কামাল উদ্দিন এবং সেক্রেটারি মুহাম্মদ তারেক হোছাঈন শোকবার্তায় বলেন, ইসলামী আন্দোলনের নিবেদিতপ্রাণ ছিলেন মরহুম শাহেদ সিদ্দিকী।  তিনি দীর্ঘদিন ধরে ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকে দ্বীনের কাজ করে গেছেন।

নেতৃবৃন্দ মরহুমের শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ মহলের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করেন এবং মহান আল্লাহ রাব্বুল আলামীন নিকট দোয়া করেন, আল্লাহ যেন মরহুমের আজীবন দ্বীনি খেদমত কবুল করে তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং পরিবারকে এই অপূরণীয় শোক বহন করার শক্তি ও ধৈর্য প্রদান করেন, আমীন।

0Shares