
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ১০৯তম শহীদ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়ার কৃতি সন্তান শহীদ সালাহউদ্দিনের ২৫ শাহাদাত বার্ষিকী উপলক্ষে খতমে কুরআন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জানুয়ারী) সকাল ৮টায় এওচিয়া ইউনিয়ন ৬নং ওয়ার্ডে শহীদের বাড়ির পাশের মসজিদে খতমে কুরআন ও আলোচনা সভার আয়োজন করে ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা।
এতে প্রধান অতিথি ছিলেন, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম দক্ষিণ জেলার অফিস সম্পাদক জিল্লুর রহমান।
বক্তব্য রাখেন, শহীদের বড়ভাই মাওলানা ইয়াহিয়া, জেলা সাহিত্য সম্পাদক ইয়াছিন, এওচিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাবেক সভাপতি ডাঃ জাফর উল্লাহ, বর্তমান সহ-সভাপতি মু. জাকারিয়া, কাঞ্চনা ইউনিয়ন সেক্রেটারি জায়েদ হোসাইন, সাতকানিয়া মাধ্যমের সাবেক সাঈদ আল হিসাম।
বক্তাগণ বলেন, শহীদের রক্তের বিনিময়ে এই দেশে দ্বীন প্রতিষ্ঠার কাজকে আরো বেগবান করা হবে। শহীদ সালাহউদ্দিন ভাইয়ের রক্তের বদৌলতে এওচিয়া ইউনিয়নের প্রতি ইঞ্চি মাটি উর্বর ভূমিতে পরিনত হয়েছে।
পরে শহীদের কবর জেয়ারত করা হয়।