সাতকানিয়ায় মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার

চট্টগ্রামের সাতকানিয়ায় খালে ভাসমান অবস্থায় ইয়াছিন আরাফাত (১৩) নামে হেফজখানার এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে সাতকানিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরপাড়া এলাকার একটি ব্রিজের নিচে খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ইয়াছিন আরাফাত ওই এলাকার বাসিন্দা সৌদি প্রবাসী আবুল কালামের ছেলে ও পৌরসভার খালেদ বীন ওয়ালিদ মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।

নিহত ইয়াছিন আরাফাতের মা বাবলী বেগম বলেন, আমাদের ঢাকায় বসবাসের সূত্রে পুরান ঢাকার লালবাগের একটি মাদ্রাসায় আমার ছেলে ইয়াছিন আরাফাত পড়াশোনা করত। গত ৩০ আগস্ট আমার স্বামী সৌদি আরব চলে যাওয়ায় আমরা সকলে গ্রামের বাড়িতে চলে আসি। এখানে ছেলেকে পৌরসভার খালেদ বীন ওয়ালিদ মাদ্রাসায় হেফজখানায় ভর্তি করিয়ে দিই। সকালে লোকজনের মাধ্যমে খবর পাই, চরপাড়ার খালে একটি লাশ ভাসছে। ওইখানে গিয়ে দেখি আমার ছেলের লাশ।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, পৌরসভার চরপাড়ার খালে ভাসমান অস্থায় এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

0Shares