সাতকানিয়ায় বাড়তি ভাড়া আদায়ের বিরুদ্ধে ভ্রাম‌্যমান আদালত পরিচালনা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানিহাট এলাকায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম‌্যমান আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৪টার দিকে ভ্রাম‌্যমান আদালত পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।

ভ্রাম‌্যমান আদালত পরিচালনাকালে ঈগল নামীয় যাত্রীবাহি মিনিবাস যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় করছে বলে অভিযোগ করেন সাধারণ যাত্রীগণ। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে অভিযোগের সত‌্যতা পেয়েছে ভ্রাম‌্যমান আদালত।

যাত্রীদের অভিযোগের সত‌্যতার ভিত্তিতে এ সময় ১১টি ঈগল পরিবহনের চালককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম‌্যমান আদালত পরিচালনাকালে আইন শৃঙখলা রক্ষা ও সার্বিক সহযোগিতা করেন সাতকানিয়া ছাত্র প্রতিনিধিবৃন্দ, সাতকানিয়া থানার পুলিশ সদস্যগণ এবং উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ও কর্মচারীবৃন্দ।

সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম জানান, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

0Shares