সাতকানিয়ায় বনাঞ্চল ধ্বংস করে স্থাপনা নির্মাণের দায়ে কারাদন্ড

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় টিলা-বনাঞ্চল ধ্বংস করে স্থাপনা নির্মাণের দায়ে মো: শফিক (২৫) নামে একজনকে ৪৫ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম‌্যমান আদালত।

শুক্রবার (৩১ জানুয়ারী) সকাল ১১ টার দিকে উপজেলার ছদাহা ইউনিয়নের হরিনতোয়া এলাকায় ভ্রাম‌্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম। অভিযান পরিচালনায় তাকে সহায়তা করেন উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ, থানা পুলিশ ও আনসার সদস্যবৃন্দ।

দন্ডিত মো: শফিক ওই এলাকার মো: ইউনুসের ছেলে।

জানা যায়, উপজেলার ছদাহা ইউনিয়নের হরিনতোয়া এলাকার মো: শফিক দীর্ঘদিন ধরে টিলা-বনাঞ্চল ধ্বংস করে স্থাপনা নির্মাণ করে আসছিল। উপজেলা প্রশাসন ও বন বিভাগ থেকে স্থাপনা নির্মাণের কাজ বন্ধ করার জন‌্য বারবার নির্দেশনা দেয়া হলেও সে তা অমান‌্য করে নির্মাণ কাজ চালিয়ে যেতে থাকে।

এক পর্যায়ে সাতকানিয়া উপজেলা প্রশাসন আজ (শুক্রবার) সকাল ১১ টার দিকে ওই এলাকায় ভ্রাম‌্যমান আদালত পরিচালনা করে। এসময় একাধিকবার সরকারি নির্দেশ অমান্য করার অপরাধে সংশ্লিষ্ট দন্ডবিধি মতে অভিযুক্ত মো: শফিককে ৪৫ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।

সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম জানান, অভিযুক্ত মো: শফিককে টিলা-বনাঞ্চল ধ্বংস করে স্থাপনা নির্মাণের কাজ বন্ধ করার জন‌্য একাধিক বার নির্দেশনা দেয়া হলেও সে তা অমান‌্য করে। পরে আজ (শুক্রবার) সকাল ১১ টার দিকে ভ্রাম‌্যমান আদালত পরিচালনা করে তাকে ৪৫ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

0Shares