সাতকানিয়ায় টপসয়েল কাটায় ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের সাতকানিয়ায় ফসলি জমির টপসয়েল কাটার দায়ে এক ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় উপজেলার ঢেমশা ইউনিয়নের পঠিয়াখালী বিলে জিলানী ব্রিক ফিল্ডে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।

দণ্ডপ্রাপ্ত ইটভাটার মালিক হাজী বেলাল আহমদ কেঁওচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এলাকার মৃত ওসিউল্লাহর ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম বলেন, কৃষি জমির টপসয়েল কাটা সম্পূর্ণ নিষিদ্ধ। তবুও সেটি অমান্য করে টপসয়েল কাটায় জিলানী ইটভাটাকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

অভিযান পরিচালনায় সহযোগিতা করে সাতকানিয়া থানার পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।

উল্লেখ‌্য, সাতকানিয়ায় রাতের আধাঁরে ফসলী জমির টপসয়েল কাটার যেন মহোৎসব চলছে। প্রশাসন দফায় দফায় অভিযান পরিচালনা করেও বন্ধ করতে পারছেনা এ ধ্বংসোৎসব।

তবে, অভিযোগ রয়েছে প্রশাসনের একশ্রেণীর দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারী অনৈতিক সুবিধা নিয়ে মাটিখেকোদের গোপনে সহযোগিতা করে যাচ্ছে। এ যেন সর্ষের ভিতরেই ভূত।

0Shares