
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়ন শাখার ঈদ পুনর্মিলনী সফলভাবে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (০৪ এপ্রিল) বিকাল ৪টায় অত্যন্ত আনন্দঘন পরিবেশে মাদ্রাসা-ই আবু হুরায়রা অডিটোরিয়ামে ইউনিয়ন আমীর কে এম আবু মুসার সভাপতিত্বে ও সেক্রেটারি মকবুল আহমদ আরিফের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার কর্ম পরিষদ সদস্য এবং সাতকানিয়া উপজেলার সাবেক আমীর মাওলানা আবুল ফয়েজ।
প্রধান অতিথি বলেন, এই জামায়াতই দেশের নৈতিক ও রাজনৈতিক শুদ্ধতার প্রতীক। ঈদের এই আনন্দঘন মুহূর্তে আমাদের প্রত্যয় হতে হবে- আমরা দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে আরও মনোনিবেশ করব এবং ত্যাগের চেতনায় উজ্জীবিত হয়ে আগামীর পথ রচনা করব।
তিনি বলেন, বর্তমানে সমাজে যে মাদক মহামারির মতো ছড়িয়ে পড়েছে, তা তরুণ সমাজকে ধ্বংস করে দিচ্ছে। মাদকের বিরুদ্ধে আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পরিবার, সমাজ ও রাষ্ট্রকে মাদকমুক্ত রাখতে জামায়াতে ইসলামীর কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে সাতকানিয়া উপজেলার সহকারী সেক্রেটারি ও সাবেক ছাত্রনেতা আজিজুর রহমান বলেন, এই ঈদ পুনর্মিলনী আমাদের পারস্পরিক ভ্রাতৃত্ব, ভালোবাসা ও ঐক্যের বন্ধনকে আরও মজবুত করবে। পাশাপাশি তিনি যুব সমাজকে ইসলামি আদর্শে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং মাদকের ছোবল থেকে রক্ষা পেতে সকলকে সচেতন থাকার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ইঞ্জিনিয়ার ফরমান শিকদার, সমাজসেবক জয়নাল আবেদীন, যুব উন্নয়ন পরিষদ সভাপতি ও ঢাকাস্থ চট্টগ্রাম ব্যবসায়ী সমিতির সভাপতি জাফর আহমদ, ইউনিয়নের নায়েবে আমীর হাবিবুর রহমান, সহকারী সেক্রেটারি মইনুদ্দিন শওকত ও ইসমাইল কায়সার, অর্থ সম্পাদক মাহফুজুর রহমান, মঞ্জুর মাস্টারসহ স্থানীয় অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।
অনুষ্ঠানের পূর্বে বিকাল ২টা ৪০ মিনিটে এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা সমিতি ঘর হতে শুরু হয়ে মাঝের দোকান, জয়নগর, নেতা ফকির বাড়ি, বাবুনগর, রূপনগর, আলিনগর, দেওদিঘী, বাংলা ক্লাব, তাজমহল ক্লাব, সালামের দোকান, দক্ষিণ মাদার্শা, চারা আমতল, মনজুর মার্কেট ও ফুল ফকির এলাকা প্রদক্ষিণ করে বিকাল ৪টায় অনুষ্ঠানস্থলে মিলিত হয়।