
চট্টগ্রামের সাতকানিয়ায় অনুমতি ছাড়া ও অপরিকল্পিত ভাবে পুকুর খননের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (২৪ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে দিবাগত রাত ১২টা হতে গভীর রাত পর্যন্ত সাতকানিয়া পৌরসভা এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস। অভিযানে সহযোগিতা করেন সাতকানিয়া থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।
অভিযান পরিচালনাকালে সাতকানিয়ার ছদাহা ইউনিয়নের পূর্ব খোদ্দ কেঁওচিয়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে তাজুল ইসলাম আকাশ (২৬)-কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের সংশ্লিষ্ট ধারায় এক লক্ষ টাকা অর্থদন্ড প্রদান এবং আদায় করা হয়।
এসময় তিনটি ডাম্পার গাড়ি আটক করা হয়।
সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস জানান, জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।