সাতকানিয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান‌্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

চট্টগ্রামের সাতকানিয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান‌্য করে একটি পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে স্থাপনা নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার অভিযোগে থানা পুলিশ ও সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগি পরিবারের সদস্য আবু এমরান।

ঘটনাটি ঘটেছে সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইন্নার সাহেবের বাড়ি এলাকায়।

সরেজমিনে ঘুরে দেখা যায়, ওই এলাকার মৃত আবদুল মালেকের পরিবারের সদস্যদের চলাচলের একমাত্র রাস্তাটি গাছের ডালপালা দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। ফলে ওই পরিবারের সদস্যরা এক প্রকার অবরুদ্ধ হয়ে আছে।

লিখিত অভিযোগে জানা যায়, আদালতে বিচারাধীন জায়গায় একই এলাকার আলী হোসেনের ছেলে আলমগীর (৩৫), জামাল হোসেন (৪৫), মো. ছিদ্দিক (৪৮), আবুল খায়ের (৫০) ও নাজিম উদ্দিন (৫০) মৃত আবদুল মালেকের পরিবারের সদস্যদের চলাচলের রাস্তা বন্ধ করে বাড়ি নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে একাধিক বার সামাজিক শালিশী বৈঠক হলেও তারা নির্মাণকাজ বন্ধ না করে উল্টো ভুক্তভোগিদের নানা ধরণের হুমকি-ধামকি দিয়ে যাচ্ছে।

পরে ভুক্তভোগি পরিবার আদালতের শরনাপন্ন হলে আদালত নির্মাণ কাজ বন্ধে নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করেই তারা নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।

ভুক্তভোগি পরিবারের সদস্য আবু নোমান বলেন, যে জায়গাটিতে বাড়ি নির্মাণ করা হচ্ছে এটি আমাদের এবং এ জায়গা নিয়ে আদালতে মামলা চলমান। এছাড়া নির্মাণকাজ বন্ধে আদালতের নিষেধাজ্ঞাও রয়েছে। কিন্তু, আলী হোসেনের ছেলেরা স্থানীয় একজন বিতর্কিত জনপ্রতিনিধির ইন্ধনে আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কাজ চালিয়ে যাচ্ছে।

এ ব্যাপারে জানতে সরেজমিনে ঘটনাস্থলে গেলে অভিযুক্তদের কাউকে পাওয়া যায় নি।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, নির্মাণ কাজ চালানোর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে ২জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। পুনরায় আদালতের আদেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0Shares