
চট্টগ্রামের সাতকানিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ১টি এলজি, ৩ রাউন্ড কার্তুজ, ১টি রামদা ও ৩২০ পিস ইয়াবা বড়িসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (০৪ জানুয়ারী) বেলা ৩ টার দিকে উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের ইছামতি আলীনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া থানা পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ সুদীপ্ত রেজা (জয়ন্ত)-এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযানে ওই এলাকার মোঃ ইউনুছের ইফতেকারকে (২৬) গ্রেফতার করা হয়। এসময় তার বসত ঘরের গোয়াল ঘর থেকে দেশীয় তৈরি দ্বি-খন্ডিত (কাঠের বাট ও ব্যারেল যুক্ত) ১টি এলজি, ৩টি ১২ বোর শর্টগানের (লিডবল) কার্তুজ এবং কাঠের হাতল যুক্ত ১টি লম্বা রামদা উদ্ধার করা হয়। পরে এব্যাপারে সাতকানিয়া থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, একই দিন সকাল ৭ টার দিকে সাতকানিয়া থানার এসআই (নিঃ) উত্তম কুমার রাজবংশী সঙ্গীয় ফোর্স নিয়ে কেঁওচিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড খুনি বটতল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করা হয়। এসময় কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালীর গুনারপাড়া এলাকার আবু বক্করের ছেলে রবিউল আলমকে (৩৪) ৩২০ পিস ইয়াবা বড়িসহ আটক করা হয়। পরে এব্যাপারে সাতকানিয়া থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে সাতকানিয়া থানা সূত্র নিশ্চিত করেছেন।




