সকল সম্প্রদায়ের মানুষ সমান অধিকার ভোগ করবে: শাহজাহান চৌধুরী

সাবেক সংসদ আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, সংখ্যালঘু সংখ্যাগুরু কোন কথা নয় সকল সম্প্রদায়ের মানুষ সমান অধিকার ভোগ করবে। আধুনগর ইউনিয়নের মা-বোনদের নিকট অতীতের ন্যায় এবারও ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট ভিক্ষা চায়। অতীতে আপনারা আমাকে ভোট দিয়ে দুই বার সংসদে পাঠিয়েছেন। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে আপনারা দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন।

তিনি বলেন, একটা সময় জামায়াত সর্ম্পকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের মাঝে অপপ্রচার করে এক ধরণের ভীতির জন্ম দেওয়া হয়েছিল। কিন্তু তারা আজ সচেতন। উপসনালয় পাহারাসহ নানা বিপদাপদে পাশে থাকার কারণে তারা বুঝে গেছে একমাত্র জামায়াতের কাছেই তারা নিরাপদ।

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) সকাল থেকে দিনব্যাপী লোহাগাড়া আধুনগর ইউনিয়নের গণসংযোগ করেন।চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) সংসদীয় আসনের প্রার্থী জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী। তিনি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড ও পাড়া-মহল্লায় নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন লোহাগাড়া জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা নুরুল হোছাইন, লোহাগাড়া জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, সেক্রেটারি অধ্যক্ষ আ ন ম নোমান, লোহাগাড়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি রফিক দিদার, আধুনগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল কাদের, সেক্রেটারি মাওলানা জহিরুল ইসলাম ছানুভী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দীন, আধুনগর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম, হেলাল উদ্দিন আযাদ প্রমূখ।

আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, আমি বড় মজলুম কারাগারে থাকায় আমার মায়ের কবরটা পর্যন্ত আমি দিতে পারিনি। আমার বাসায় অভিযানের নামে বারবার আক্রমণ করেছে।  আমাকে না পেয়ে স্বৈরাচার আমলে পুলিশ বাহিনী আমার একমাত্র ভাগিনাকে তিনতলা থেকে ফেলে মেরে ফেলেছে।

0Shares