শিশু আছিয়া’র ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন গাইবান্ধায়

মাগুরার আট বছরের শিশু আছিয়া ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে গাইবান্ধা সরকারি কলেজের শিক্ষার্থীরা।

রবিবার (০৯ মার্চ) বেলা ১২টার দিকে গাইবান্ধা সরকারি কলেজের মাঠ থেকে এই প্রতিবাদ কর্মসূচি শুরু হয়। কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এতে অংশ নিয়ে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ও দ্রুত বিচারের দাবিতে সোচ্চার হন।

বিক্ষোভ শেষে মানববন্ধনে গাইবান্ধা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রুবান হাসান রিয়াদ বলেন, ৮ বছরের শিশু আছিয়ার ধর্ষকের অনতিবিলম্বে ফাঁসি কার্যকর করতে হবে। এছাড়া দেশের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, গত ৫ মার্চ, বুধবার রাতে মাগুরা পৌর এলাকায় শিশু আছিয়া তার বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বোনের শ্বশুর হিটু মিয়ার কাছে ধর্ষণের শিকার হয়। ঘটনায় গুরুতর আহত আছিয়াকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। সেখানে পিআইসিইউতে অচেতন অবস্থায় রয়েছে শিশুটি। চিকিৎসকদের মতে, আছিয়ার অবস্থা অত্যন্ত সঙ্কটাপন্ন।

এই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মামলা করলে মামলার আসামি সজিব (১৮), রাতুল (১৭), হিটু মিয়া (৪২) ও জাবেদা বেগমকে (৪০) গ্রেফতার করে পুলিশ।

শিশু আছিয়ার ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিতে গাইবান্ধাসহ সারাদেশে প্রতিবাদের ঝড় উঠেছে।

0Shares