শার্শায় ৪০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

যশোরের শার্শা উপজেলায় থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ জহিরুল ইসলাম কলম (৪৭) নামের এক মাদক কারবারিকে আটক করেছে।

শুক্রবার (২২ আগস্ট) বিকাল ৫টার দিকে শার্শা থানার শিকারপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার রওনক জাহানের নির্দেশনায় এবং শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে. এম রবিউল ইসলামের তত্ত্বাবধানে অভিযানে নেতৃত্ব দেন এসআই শেখ আশরাফুল আলম। সঙ্গে ছিলেন এএসআই মো. সিলন আলী, এএসআই পুলক কুমার কুন্ডু এবং সঙ্গীয় ফোর্স। তারা গোপন সংবাদের ভিত্তিতে শিকারপুর বাজার মসজিদের পেছনের এলাকা ঘিরে জহিরুল ইসলাম কলম নামের এক মাদক কারবারিকে হাতে নাতে আটক করেন। এ সময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃত জহিরুল ইসলাম কলম শার্শা উপজেলার শিকারপুর গ্রামের মেঠোপাড়ার মো. আবু হানিফ বিশ্বাসের ছেলে।

ঘটনার বিষয়ে (ওসি) কে.এম রবিউল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আমরা কাজ করছি। কাউকে ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় শার্শা থানায় মামলা নম্বর-১৫,  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু হয়েছে।

0Shares