শপথের আলোকে জীবনকে গড়ে তুলতে হবে: শাহজাহান চৌধুরী

দ্বীন প্রতিষ্ঠার জন্য শপথের আলোকে জীবন গড়ে তুলতে হবে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী বলেছেন, সকল অবস্থাতে আমাদেরকে আল্লাহর শুকরিয়া আদায় এবং রাসূল (সা.) যে কাজ করে গেছেন সেই কাজ করতে হবে। সর্বাবস্থায় আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং রাসূলের (সা.) আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করতে হবে।

রবিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরী জামায়াত কার্যালয়ের মিলনায়তনে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে ছাত্রশিবিরের সদ্য বিদায়ী সাথী-কর্মীদের প্রীতি সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দাওয়াতি কাজ সবাইকে আন্তরিকভাবে করতে হবে। জামায়াতে ইসলামী এদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। আমরা আল্লাহর কাছে যে প্রতিশ্রুতি করেছি সে অনুযায়ী দ্বীন প্রতিষ্ঠার কাজে ভূমিকা রাখতে হবে।

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মহানগরী নায়েবে আমীর ড. আ জ ম ওবায়েদুল্লাহ, পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস, শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগর সভাপতি এসএম লুৎফুর রহমান, নগর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, মাওলানা মমতাজুর রহমান, আমির হোছাইন, ফখরে জাহান সিরাজী সবুজ, হামেদ হাসান ইলাহী, চকবাজার থানা নায়েবে আমীর আব্দুল হান্নান, ছাত্রশিবির মহানগর দক্ষিণের অফিস সম্পাদক বাহাউদ্দীন প্রমুখ।

0Shares