লোহাগাড়া রিপোটার্স ইউনিটির কমিটি গঠন

দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বিভিন্ন গণমাধ‌্যমে কর্মরত সাংবাদিকদের সংগঠন লোহাগাড়া রিপোটার্স ইউনিটি’র সাত সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (০২ আগস্ট) সকাল ১১টার দিকে লোহাগাড়ার মাশাবি রেস্টুরেন্টের হল রুমে নির্বাচনের পর এ কমিটি গঠন করা হয়।

নব গঠিত এ কমিটিতে সভাপতি পদে হোছাইন মেহেদী ও সাধারণ সম্পাদক পদে জাহেদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজের সহযোগী অধ্যাপক আবু তাহের।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু বকর এবং বার আউলিয়া ডিগ্রি কলেজের ক্রীড়া শিক্ষক মো. আলমগীর।

চট্টগ্রাম রিপোটার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি কিরান শর্মা, বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য এম.এ রহিম, ব্যবসায়ী নজরুল ইসলাম ও জসিম উদ্দিন প্রমুখ নির্বাচন পর্যবেক্ষণ করেন।

0Shares