লোহাগাড়ায় ৩০ লক্ষ টাকার সরকারি সম্পত্তি উদ্ধার

চট্টগ্রামের লোহাগাড়ায় প্রায় ৩০ লক্ষাধিক টাকার সরকারি খাস জায়গা উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) বিকেল ৪ টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সার্ভেয়ার শহিদুল ইসলাম উদ্ধারকৃত সম্পত্তিতে লাল প্লেগ পুঁতে দেয়।

জানা যায়, উপজেলার আমিরাবাদ ইউনিয়নের আমিরাবাদ মৌজার উত্তর আমিরাবাদ তালুকদার পাড়া ৪নং ওয়ার্ড এলাকায় সরকারি খাস খতিয়ানভুক্ত জমিতে স্থানীয় সাব্বির আহমদ নামের এক ব্যক্তি পাকাঘর নির্মাণ করছিল।

স্থানীয়দের মাধ্যমে লিখিত অভিযোগের ভিত্তিতে উক্ত সরকারি জায়গা উদ্ধার করতে নির্দেশ দেয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইনামুল হাছান। ইউএনও’র নির্দেশে উপজেলা ভূমি অফিস ও  পদুয়া ইউনিয়ন ভুমি অফিসের কর্মকর্তারা তাৎক্ষণিক উক্ত জায়গায় গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেন এবং পরিমাপ করে লাল প্লেগ দিয়ে সরকারি জায়গা চিহ্নিত করেন।

এসময় উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার শহিদুল ইসলাম, পদুয়া ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা জিয়া উদ্দিন মো: আহমদুল্লাহ, অফিস সহকারী মনসুর আলম ও স্বপ্নীল দাশ উপস্থিত ছিলেন।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ইনামুল হাছান বলেন, সরকারি খাস জায়গা উদ্ধারে উপজেলা প্রশাসন সবসময় তৎপর রয়েছে। সাব্বির আহমদ নামের এক ব্যক্তি সরকারি খাস জায়গায় পাকাবাড়ি নির্মাণ করছিল এমন অভিযোগ পেয়ে তাৎক্ষণিক সার্ভেয়ার পাঠিয়ে জায়গা পরিমাপ করা হয়। এসময় অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিক নির্মাণকাজ বন্ধ করে সরকারি জায়গা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ৪ শতক সরকারি খাস জায়গার আনুমানিক মূল্য ৩০ লক্ষ টাকা।

0Shares