
চট্টগ্রামের লোহাগাড়ায় মাদকসেবনের দায়ে মোহাম্মদ ইকবাল হোসেন (২২) নামে এক যুবককে দেড় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া তাকে ৩ হাজার টাকা অর্থদণ্ডও দেয়া হয়েছে। এসময় তার কাছ থেকে পাঁচটি ইয়াবাও উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) দিবাগত রাত ১২ টার এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।
দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ ইকবাল হোসেন (২২) লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের তেওয়ারীখিল এলাকার রফিকুল ইসলামের ছেলে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম জানান, গত বুধবার দিবাগত রাত ১২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রাস্তার মুখে সেনাবাহিনী এবং পুলিশ যৌথ চেকপোস্ট বসিয়ে আটকের পর মাদকসেবনের দায়ে ইকবাল হোসেন নামে এক যুবককে এ শাস্তি দেওয়া হয়।
0Shares