লোহাগাড়ায় মরহুম অধ্যাপক আবুল কালাম এর স্মরণসভা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সাবেক হুইপ আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, অধ্যাপক মাওলানা আবুল কালাম অত্যন্ত ভাগ্যবান। তিনি জীবনের শেষমুহূর্ত পর্যন্ত দ্বীনি আন্দোলনের দায়িত্ব পালন করেছেন। দ্বীনি আন্দোলনের মাঠে তৎপর থেকে কয়জনই বা মহান আল্লাহর ডাকে সাড়া দিতে পারে। তিনি সেটা পেরেছেন।

রবিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নস্থ একটি হলে আয়োজিত উপজেলা জামায়াতের সেক্রেটারি মরহুম অধ্যাপক মাওলানা আবুল কালাম এর স্মরণে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী’র সভাপতিত্বে ও এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ অধ্যাপক আবু তাহেরের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য মুহাম্মদ জাফর ছাদেক।

বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী, নায়েবে আমীর অধ্যাপক ড. হেলাল উদ্দিন মোহাম্মদ নোমান, দক্ষিণ জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও যুব বিভাগের সভাপতি এডভোকেট আবু নাছের।

বক্তব্য রাখেন- লোহাগাড়া উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক নুরুল আবচার, লোহাগাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নুরুল আবচার, উত্তর সাতকানিয়া জামায়াতের সাবেক আমীর ডা. আব্দুল জলিল, কলাউজানের পীরে কামেল মাওলানা গোলাম রসুল কমরী, চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ফারুক হোছাইন, আধুনগর ইসলামীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু মুছা খালেদ জামিল, হাফেজ মাওলানা আবুল বশর, লোহাগাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা আব্দুল কাদের নিজামী, মাস্টার মোহাম্মদ সামছুদ্দিন, অধ্যক্ষ মাওলানা নুরুল মোহসিন, অধ্যক্ষ মাওলানা সাহাদাত হোসেন, বটতলী শহর জামায়াতের আমীর অধ্যাপক জালাল আহমদ, কলাউজান ইউনিয়ন আমীর ডা. ছিদ্দিক আহমদ, বড়হাতিয়া ইউনিয়ন আমীর মাওলানা জসিম উদ্দিন, পদুয়া ইউনিয়ন আমীর মাওলানা আকম হামিদুল হক, লোহাগাড়া শহর উন্নয়ন কমিটির সভাপতি কাজী নুরুল আলম চৌধুরী, আইবিডব্লিউএফ লোহাগাড়া উপজেলার সিনিয়র সহসভাপতি সাইফুল ইসলাম, সেক্রেটারি কাজী জসিম উদ্দিন, এসিস্ট্যান্ট সেক্রেটারি নুরুল ইসলাম সিকদার।

বিশেষ অতিথির বক্তব্যে জাফর সাদেক বলেন, অধ্যাপক মাওলানা আবুল কালামকে আমি অত্যন্ত তাক্বওয়াবান ও নিষ্ঠাবান দায়িত্বশীল হিসেবে পেয়েছি। তিনি সকল কাজের আগে সংগঠনের কাজকে অগ্রাধিকার দিতেন। তিনি আপাদমস্তক সংগঠক ছিলেন।

0Shares