লোহাগাড়ায় ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় জায়গা-জমির বিরোধকে কেন্দ্র করে ভাতিজা মুজিবুর রহমানের লাঠির আঘাতে চাচা মাহমুদুল হকের (৬৬) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় পদুয়া ইউনিয়নের আলী সিকদার পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত মাহমুদুল হক পদুয়া ইউনিয়নের আলী সিকদারপাড়ার মৃত চাঁন মিয়ার ছেলে। ভাতিজা মুজিবুর রহমান (৪০) একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

জানা গেছে, নিহত মাহমুদুল হকের সাথে জায়গার মালিকানা নিয়ে তার ভাই মোহাম্মদ আলীর সাথে বিরোধ চলে আসছিল। মুজিবুর রহমান স্বজনদের নিয়ে বিরোধীয় জায়গাটি দখলে নেয়ার চেষ্টা করলে মাহমুদুল হক পদুয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান লিয়াকত আলীকে ডেকে আনেন।

মেম্বার লিয়াকত আলী জানান, ঘটনাস্থলে উপস্থিত হয়ে জায়গার মালিকানা নিয়ে ঝগড়া-বিবাদ না করে কাগজপত্র নিয়ে বৈঠকে বসার জন্য উভয় পক্ষকে পরামর্শ দিয়ে ঘটনাস্থল ত্যাগ করার পর মুজিবুর রহমান লাঠি দিয়ে চাচাকে আঘাত করে। চাচা আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থল থেকে বাড়ির দিকে আসার মূহুর্তে মাটিতে ঢলে পড়ে মারা যান। এরপর স্বজনেরা মাহমুদুল হককে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরেত চিকিৎসক ডা. কাউছার সুলতানা বলেন, হাসপাতালে আনার আগে মাহমুদুল হকের মৃত্যু হয়েছে। তবে শরীরে কোন আঘাতের চিহ্ন দেখতে পাননি বলে তিনি উল্লেখ করেন।

এ প্রসঙ্গে লোহাগাড়া থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাহবুবুর রহমান জানান, এব‌্যাপারে আইনী প্রক্রিয়া চলছে।

0Shares