
চট্টগ্রামের লোহাগাড়ায় উদ্ধার যুবকের লাশের পরিচয় মিলেছে। তার নাম মো. জিহাদ (২১)। তিনি কুমিল্লার দেবিদ্বার উপজেলার ঘোনাইঘর ইউনিয়নের কাছারি কলা গ্রামের মো. শফিকুল ইসলাম গাজীর ছেলে। লোহাগাড়ায় ভাড়া বাসায় থাকতেন এবং ভাঙ্গারি ব্যবসা করতেন।
রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার আমিরাবাদ বটতলী এলাকার একটি দালানের তৃতীয় তলা থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, রবিবার সকালে এশিয়া ব্যাংকের লোহাগাড়া শাখার পেছনে একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে লাশ উদ্ধার করে।
লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার আজাদুল ইসলাম জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
লোহাগাড়া থানা পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য ওই যুবকের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।