লোহাগড়ায় বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নে মল্লিকপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত দলের চেয়ারপার্সন ও বারবার নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) বিকালে চরমল্লিকপুর ইউনিয়ন বোর্ড অফিসের মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মল্লিকপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ খিজির আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম।

অন্যান‌্যদের মধ্য বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু, পৌরসভা বিএনপি’র সভাপতি মোঃ মিলু শরীফ, লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজি সুলতানুজ্জামান সেলিম, বিএনপি নেতা মোঃ ফেরদৌস রহমান, শ, ম জামশেদ হোসেন, সরদার আজিজার রহমান, মোঃ শাহ আলম সিকদার, তানভীর ইসলাম, মোল্যা মহব্বত হোসেন, লোহাগড়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি খান মাহমুদ, জেলা ছাত্রদল নেতা ইন্জিঃ তাইবুল হাসান।

দোয়া মাহফিলে প্রধান অতিথি নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক  আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম বলেন, আমাদের নেত্রী গনতন্ত্রের মা, আপোষহীন নেত্রী, তিনি অন্যায়ের সাথে আপোষ করেন নাই। তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হাসপাতালে চিকিৎসাধীন। আমরা আজ নেত্রীর রোগমুক্তির জন্য মহান আল্লার কাছে প্রার্থনা করছি।  আল্লাহ যেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা দান করেন, আমিন।

0Shares