
নড়াইলের লোহাগড়ায় মোঃ সৌরভ শেখ (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে রগ কর্তন করেছে দূর্বৃত্তরা।
বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনাটি ঘটেছে লোহাগড়া উপজেলার জয়পুর পূর্বপাড়া মাদ্রাসার পাশের রাস্তায়।
জানা যায়, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালেয়র ছাত্র এসএসসি পরীক্ষার্থী জয়পুর গ্রামের মোঃ কিসলু শেখের ছেলে মোঃ সৌরভ শেখ বুধবার সন্ধ্যায় জয়পুর পূর্বপাড়া মাদ্রাসার পাশে রাস্তার উপর দাড়িয়ে ছিলেন। এসময় কয়েজনে একটি শিশুকে মারপিট করছিলো। সৌরভ তাদেরকে শিশুটিকে মারপিট করতে নিষেধ করে। এসময় দূর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে সৌরভকে কুপিয়ে বাম হাতের উপর অংশের রগ কেটে দেয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে নিয়ে আসে। পরে যশোর পঙ্গু হাসপাতালে তার অপারেশন করা হয়। জখম অবস্থায় পরীক্ষা দিচ্ছে সৌরভ।
সৌরভের পিতা মোঃ কিসলু শেখ জানান, জয়পুর গ্রামের নুর ইসলাম শেখ, নাজির মোল্যা, আরাফাত শেখ সহ অজ্ঞাতনামা কয়েকজনে সৌরভের উপর হামলা চালায়। পূর্ব শত্রুতার জের ধরে তারা এ হামলা চালায়।
তিনি লোহাগড়া থানায় এজাহার জমা দিয়েছেন বলে জানান। ভূক্তভোগী পরিবার সহ গ্রামবাসীরা দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
লোহাগড়া থানার ওসি মোঃ আশিকুর রহমান জানান, অভিযোগের বিষয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।