
গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানের লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) সকালে দিনটি উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কর্মসূচির সূচনা হয় সকাল ৯:০০টায়। এ সময় উপজেলা পরিষদ স্মৃতিস্তম্ভে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ এতে অংশ নেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মঈন উদ্দিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কামরুল হাসান পলাশের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
প্রধান অতিথি ইউএনও মো: মঈন উদ্দিন দেশের আত্নত্যাগে শহীদ বুদ্ধিজীবীদের অবদান ও আসন্ন জাতীয় সসংসদ নির্বাচনে গণভোটের নিয়ম কানুন সম্পর্কে প্রতিটি মসজিদে আলোচনা করতে ইমামদের প্রতি আহব্বান করেন এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (লামা সার্কেল) মাসুম সরদার, লামা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান কামাল, উপজেলা নির্বাচন অফিসার আব্দুল হামিদ, প্রকৌশলী আবু হানিফ, সহকারী তথ্য অফিসার রাশেদুল ইসলাম, লামা উপজেলা জামায়াতে ইসলামী আমীর কাজী মোহাম্মদ ইব্রাহীম।
আলোচনা শেষে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতি ইব্রাহিম খলিল সাদিকী।




