
বান্দরবানের লামা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী ও সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০১ ফেব্রুয়ারী) বিকাল ৩ টায় লামা উপজেলা পরিষদ চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লামা উপজেলা জামায়াতে ইসলামীল আমীর কাজী মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্ব ও সেক্রেটারী মোহাম্মদ সোয়াইব এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহকারী সেক্রেটারী জেনারেল, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ শাহজাহান।
মুহাম্মদ শাহজাহান বলেন, শান্ত বাংলাদেশকে অশান্ত করার ফ্যাসিবাদী অপশক্তির ষড়যন্ত্র জাতীয় ঐক্যের মাধ্যমে রুখে দিতে হবে।
তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য কাজ করে যাচ্ছে। আমরা চাই সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে মানবতার সেবা ও দেশ পরিচালনায় যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভ করা এবং অসহায় নির্যাতিত মানুষের পাশে থেকে সহযোগিতা করা। আপনারা বাংলাদেশ জামায়াতে ইসলামীর পতাকাতলে যোগ দিন।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ আমিরুজ্জামান, টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক, টিম সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান, জামায়াতে ইসলামী বান্দরবান জেলা আমীর এসএম আবদুচ ছালাম আজাদ, জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ফারুক আহমদ, আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক হামেদ হাসান, ইসলামী ছাত্রশিবির লামা উপজেলা সভাপতি মো. আবদুল্লাহ, আলীকদম উপজেলা সভাপতি মাওলানা মাসুক এলাহীসহ উপজেলা, পৌরসভা ও ৭টি ইউনিয়ন জামায়াত নেতৃবৃন্দ।