‘রাষ্ট্রীয়ভাবে যাকাত ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে দারিদ্র দূরীকরণ সম্ভব’

ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি ও সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. ইব্রাহিম চৌধুরী বলেছেন, ইসলামের পাঁচটি মূল স্তম্ভের মধ্যে যাকাতও একটি। দেশে যে পরিমাণ করদাতা রয়েছেন তার অর্ধেকও যদি ইসলামী শরীয়ত মতে সম্পদের যাকাত দেয় এবং এ যাকাত যদি রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ব্যয় করা হয় তাহলে বাংলাদেশে দারিদ্র্য দূরীকরণ সমস্যা হবেনা।

শুক্রবার (২১ মার্চ) বিকেলে সাতকানিয়া উপজেলার পুরানগড়ে নবজাগরণ একতা সংঘ আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

ইব্রাহিম চৌধুরী বলেন, যাকাত ফরজ হওয়া সত্ত্বেও যারা যাকাত আদায় করে না তারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে।কেয়ামতের দিন তার সম্পদ বিষধর স্বর্পরূপে তার গলায় পেঁচিয়ে দংশন করবে। প্রত্যেকের উচিত ধর্মীয় বিধান অনুযায়ী যাকাত আদায় করা।

চট্টগ্রামস্থ হালিশহর নয়াবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি মো. ফোরকানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, মরহুম আবু তাহের ফাউন্ডেশন চেয়ারম্যান মো. আমান উল্লাহ , আইবিডব্লিউএফ সাতকানিয়া উপজেলার সহ-সভাপতি নুরুল ইসলাম রাজা ও বিএনপি নেতা মো. জসিম উদ্দিন।

প্রধান আলোচক ছিলেন, উত্তর মনেয়াবাদ জামে মসজিদের খতিব মাওলানা রশিদ আহমদ বাহারি।

হাফেজ মো. ইসমাইলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নবজাগরণ একতা সংঘের সভাপতি মো. জমির উদ্দিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম সাজ্জাদ ও অর্থ সম্পাদক ইমরান বিন সালেহ প্রমুখ।

0Shares