রাজারহাটে সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় আপন দুই ভাই নিহত ও চারজন আহত হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে রাজারহাট উপজেলার নাজিমখান বাজারের পাশে এ দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, কাজ শেষে বাড়ী ফেরার পথে ইট ভাংগা গাড়িটি রাস্তার বাঁক ঘুরতে উল্টে যায়। এতে গাড়িতে থাকা ছয়জন শ্রমিকের মধ্যে আপন দুই ভাই ঘটনাস্থলে নিহত হন। বাকী চারজন আহত হন।

নিহত দুই জনের বাড়ী  রাজারহাট উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের কৈলাশ কুটি গ্রামে। তাদের মধ্যে একজনের নাম আব্দুল হক (৬৫) এবং অপর জনের নাম তাজুল ইসলাম( ৫৫) বলে জানা গেছে। আহত চারজন চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

0Shares